আন্তর্জাতিক ডেস্ক: দেহরক্ষীর সঙ্গে ঘনিষ্ঠতার ঘটনায় ঘর পালানো স্ত্রী প্রিন্সেস হায়ার নামে মামলা করলেন দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে যাওয়ায় লন্ডনের পারিবারিক আদালতে মামলাটি করা হয়। চলতি মাসের শেষ দিকে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের রয়্যাল কোর্ট বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩০ ও ৩১ জুলাই শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির দিন উপস্থিত থাকবেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।
সম্প্রতি দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিন্তে আল হুসেইন প্রায় ৩৩২ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। জর্ডানের বাদশাহ আবদুল্লাহর বোন প্রিন্সেস হায়া পালানোর পর দুবাই শাসকের কাছে বিবাহ বিচ্ছেদের নোটিশও পাঠান।
এদিকে দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের (৬৯) ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়ার (৪৫) বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। যাতে বলা হয়েছে, দেহরক্ষীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল হায়ার। এ বিষয়ে স্ত্রী সন্দেহও করতেন দুবাই শাসক। এরপরই জীবনের ভয়ে পালিয়ে যান হায়া। পালানোর জন্য তিনি কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছেন। দুবাই ছাড়ার সময় নতুন জীবন শুরু করতে তিনি ৩১ মিলিয়ন পাউন্ড অর্থ সঙ্গে করে নিয়ে গেছেন। হায়ার ওই দেহরক্ষী একসময় ব্রিটেনের সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে কাজ করতেন।
২০০৪ সালে দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদকে বিয়ে করেন হায়া। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন তিনি। জর্ডানের বর্তমান রাজার সৎবোন হায়া ব্রিটিশ রাজপরিবারের সঙ্গেও ঘনিষ্ঠ। বর্তমানে হায়া ব্রিটেনের কেনসিংটন প্রাসাদের কাছে নিজের বাড়িতে অবস্থান করেছেন যার আর্থিক মূল্য ৮৫ মিলিয়ন পাউন্ড। সূত্র: দ্য সান




Discussion about this post