আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের সর্বোচ্চ আদালত কাতালুনিয়ার আরও পাঁচ বিচ্ছিন্নতাবাদী নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গতকাল শুক্রবার (২৩ মার্চ) আটকের নির্দেশ দেয়া পাঁচ নেতার মধ্যে কাতালান প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে থাকা এক প্রার্থীও রয়েছেন।
আটকরা হলেন- কাতালন সরকারের সাবেক মুখপাত্র জর্ডি তুরুল, কাতালুনিয়ার সাবেক উন্নয়ন মন্ত্রী জোসেফ রাল, আঞ্চলিক পার্লামেন্টের সাবেক স্পিকার কারমে ফোরকাদেল, কাতালুনিয়ার সাবেক পররাষ্ট্র বিষয়ক প্রধান রাউল রোমেভা ও সাবেক শ্রম মন্ত্রী ডলরস বাসা।
আরও ৮ নেতার সঙ্গে এ পাঁচজনের বিরুদ্ধে স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ এবং স্বায়ত্তশাসিত কাতালুনিয়াকে স্বাধীনতার পথে ঠেলে দেয়ার অভিযোগ আনা হয়েছে।
একই অভিযোগে গত বছরের শেষদিক থেকে জামিনে ছিলেন এ পাঁচজন। শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, বিচার এড়াতে অন্যদের মতো এরাও পালিয়ে যেতে পারেন শঙ্কায় তাদের জেলেই রাখা উচিত।
Discussion about this post