স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই বিভাগে বিভক্ত করা হয়েছে। একটি জননিরাপত্তা ও আরেকটি অভ্যন্তরীণ সেবা ও সুরক্ষা বিভাগ।
বুধবার (০১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে।
জননিরাপত্তা বিভাগের অধীনে থাকছে- বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
অভ্যন্তরীণ সুরক্ষা বিভাগে থাকছে- বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং ন্যাশনাল টেলিকমিউকেশন মনিটরিং সেন্টার।
জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ভেঙেও স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ করা হতে পারে।



Discussion about this post