বিডি ল নিউজঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মহাপরির্দশক (আইজি), উপ-মহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক কনস্টেবল। সোমবার বরিশাল প্রশাসনিক ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন বরিশাল আমর্ড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত কনস্টেবল (৩৪১) মো. নেছার উদ্দিন।
আদালতের বিচারক মিয়া মো. তারিক হোসেন মামলাটি আমলে নিয়ে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষমান রেখেছেন।
মামলায় বিবাদীরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোয়াজ্জেম হক, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. হুমায়ুন কবির এবং আর্মড পুলিশ ব্যাটেলিয়ন বরিশালের কমান্ডেন্ট (এসপি) কাজী মোরতাজ আহম্মেদ।
মামলার বাদী পুলিশ কনেস্টেবল মো. নেছা উদ্দিন জানান, তার প্রতিপক্ষ আরআরএফ পুলিশের এসপি মোরতাজ আহম্মেদ গত ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর পিআরবি ৮৫৭ বিধি মোতাবেক দোষী সাব্যস্ত করে এক বছরের জন্য (প্রতিমাসে ২৪০ টাকা হারে) ২ হাজার ৮৮০ টাকা কর্তনের আদেশ দেন।
ওই আদেশের বিরুদ্ধে সুবিচার চেয়ে তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি বরাবর বিভাগীয় আপিল করেন। একই বছরের ২৪ অক্টোবর পূর্বের আদেশ সংশোধন করে ৯ মাসে ২ হাজার ১৬০ টাকা কর্তনের চূড়ান্ত আদেশ দেন ডিআইজি।
চূড়ান্ত ওই আদেশের বিরুদ্ধে সে সময় কনস্টেবল নেছার উদ্দিন প্রশাসনিক ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে আরআরএফ কমান্ডেন্ট বরিশাল ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আদালতে লিখিত বর্ণনা দাখিল করেন।
ট্রাইব্যুনাল বেতন কর্তনের আদেশ রদ ও সব ধরনের সুযোগ প্রদানের জন্য বিবাদীদের নির্দেশ দেন। আদেশের কপি নিয়ে নেছার ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর লিখিতভাবে সুযোগ-সুবিধা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন।
কিন্তু ওই আবেদন প্রাপ্তির দুমাস পরেও তা কার্যকর না হওয়ায় আদালতে সোমবার মামলাটি দায়ের করেন কনেস্টেবল মো. নেছার উদ্দিন।
Discussion about this post