স্বামী হত্যার দায়ে ত্রিপুরায় এক মহিলাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল আদালত।
জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাবাসের নির্দেশ দেয়া হয় বলে সরকারপক্ষের আইনজীবী সঞ্জিৎ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান।
সঞ্জিৎ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে আরও জানান ২০১১ সালের ১১ই জুলাই সিপাহীজলা জেলার লালছড়া এলাকার বাসিন্দা সাদেক মিঞা তার শিশুপুত্র ও স্ত্রী নিলুমা বিবিকে সঙ্গে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন, কিন্তু সকালবেলা সাদেকের বাবা মমিন মিঞা দেখতে পান তার ছেলেকে কে বা কারা খুন করেছে। খুনের তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে মৃত সাদেকের স্ত্রী নিলুমা বিবি’র সঙ্গে প্রতিবেশী এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই অবৈধ সম্পর্কের জেরে নিলুমা তার স্বামীকে খুন করেছে।




Discussion about this post