মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দুপুর ৩টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।এর আগে দুপুর দেড়টার দিকে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান রোববার (০৪ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শপথ নেওয়ার পরদিন রোববার সকাল ৮টা ১০ মিনিটে সুপ্রিম কোর্টে প্রবেশ করেন প্রধান বিচারপতি
Discussion about this post