
বিডি ল নিউজঃ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটো রিকশার যাত্রী মহানগরের দেবীশিংপাড়া এলাকার শফিক আহমেদের স্ত্রী নয়ন খাতুন (২৮) ও একই এলাকার শামসুল রহমানের স্ত্রী রানু আকতার (৩২)।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে যাত্রাবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নগর পুলিশের মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাঘা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নয়ন এবং হাসপাতালে নেওয়ার পর আরেক যাত্রী রানুর মৃত্যু হয়।
এছাড়া আহত হন একই এলাকার পারভীন বেগম, অটোরিকশা চালক আরিফ এবং ইউনুস গুরুতর আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
Discussion about this post