হঠাৎ স্বর্ণের দাম বাড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। চাহিদা বৃদ্ধিতে পণ্যটির দাম বাড়ছে। খবর ব্লুমবার্গ। সিঙ্গাপুরে মঙ্গলবার তাত্ক্ষণিক সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। দরবৃদ্ধির পর প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ১ হাজার ১৭৭ ডলার। আগের দিন এর দরবৃদ্ধির হার ছিল দশমিক ২ শতাংশ। মঙ্গলবার নিউইয়র্কের কোমেক্সে প্রতি আউন্স স্বর্ণের মূল্য ছিল ১ হাজার ১৭৬ দশমিক ৭০ ডলার, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। আন্তর্জাতিক বাজারে এভাবে দাম বাড়তে থাকলে বাংলাদেশেও দাম বাড়তে পারে বলে স্বর্ণ ব্যবসায়িরা।
Discussion about this post