এস এইচ সৈকত, হবিগঞ্জ থেকে ফিরেঃ
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়কে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াত- শিবিরের শিবিরের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়। এরপর বিকেলের দিকে শহরের পুরান মুন্সেফী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের নাম জানা যায়নি।
পুলিশ জানায়, ওই নয়জন দুপুরে পুরান মুন্সেফী এলাকায় জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে তাদের আটক করা হয়। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post