বিডিলনিউজঃ আজ সকাল ৯টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের পুরান বাজার এলাকায় যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত ইজি বাইককে চাপা দিলে বাহনটির চালকসহ চার আরোহীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, হবিগঞ্জ থেকে সিলেটগামী ‘বিরতিহীন এক্সপ্রেস’ এর একটি বাস শায়েস্তাগঞ্জের পুরানবাজারে পশ্চিম বাজার এলাকায় পৌঁছানোর পর সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ইজি বাইকের চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও একজন যাত্রী মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও হবিগঞ্জ ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
Discussion about this post