বিডিলনিউজঃ বিরোধী দলীয় জোটের ডাকা ৪ দিনের হরতাল শেষে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী জুড়ে তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে গোটা রাজধানী।
এতে সকাল থেকে ভোগান্তিতে পড়ে অফিসগামী সাধারন মানুষগণ সহ শিক্ষার্থীরা। এছাড়াও সকালে জেএসসি পরীক্ষা থাকায় তীব্র যানজটের কারনে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌছাতেও হিমশিম খেতে হয়েছে শিক্ষার্থীসহ অভিভাবকদের।
প্রায় সমস্ত ঢাকা শহর জুড়েই যানজটের এই তীব্র অবস্থা দেখা গেছে। তবে প্রধান প্রধান সড়কগুলোতে অবস্থা আরোও ভয়াবহ।
ঢাকা মহানগর ট্রাফিক ডিসি (দক্ষিণ) এবং ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ সূত্র থেকে জানা যায়, সবচেয়ে বেশি যানজট হচ্ছে ভিআইপি সড়কে মৎস ভবন থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত। এছাড়া টঙ্গী ডাইভারসন রোড, আসাদ গেট, টেকনিক্যাল, প্রগতি সরণি এবং মিরপুরে গাড়ির অতিরিক্ত চাপে তীব্র যানজট দেখা গেছে।
Discussion about this post