সাইফুল, পটিয়া থেকে: ২০দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিনে বুধবার পটিয়ায় ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। কোন ধরনের মিছিল ও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হরতালে দূরপাল্লার বাস না চললেও সিএনজি চালিত অটো রিকশা, ট্রাক, মিনি ট্রাকসহ অসংখ্য ছোট বড় যানবাহন চলতে দেখা গেছে। পটিয়া থানার ডিউটি অফিসার গোলাম মোস্তফা জানায়, বুধবার হরতালে কোন ধরনের পিকেটিং করতে পারেনি হরতাল সমর্থকরা। এছাড়া পুলিশও সতর্ক অবস্থানে ছিল। অন্যদিকে সচেতন ছাত্র সমাজের ব্যানারে পটিয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে, অবরোধ, জঙ্গীবাদ ও নাশকতামলূক কর্মকান্ডের বিরুদ্ধে এক মাবনবন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসদরের থানার মোড় চত্ত্বরে আয়োজিত মানববন্ধনপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ সদস্য আবু ছালেহ মো. শাহরিয়ার, বিশেষ অতিথি ছিলেন পৌরসভা যুবলীগ নেতা শফিকুল ইসলাম। পটিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল সাকের ছিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারী কামাল উদ্দীনের পরিচালনায় মানববন্ধন পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী মো. সোহেল, কলেজ ছাত্রলীগ নেতা মনির উদ্দীন বাপ্পা, ছাত্রলীগ নেতা সাজ্জাদুল বশর, মাহিনুল ইসলাম, নয়ন শর্মা, বোরহান উদ্দীন, পারভেজ উদ্দীন, সোহেল চৌধুরী, মো. ফয়সাল, আবদুল হান্নান, মুন্না তালুকদার, হুয়ায়ন কাউছার আসাদ, রিমনোজ্জামান, রোটন,জীবন, বাপ্পি, এহছানুল হক ছোটন, তারেক ইমন প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগ সদস্য আবু ছালেহ মো. শাহরিয়ার বিএনপিসহ ২০দলীয় জোট হরতাল অবরোধের নামে যে পরিমান নৈরাজ্য চালাচ্ছে তা থেকে দূরে থাকার আহবান জানান।




Discussion about this post