বিডি ল নিউজঃ
হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক উপ-ব্যবস্থাপক মো. আতিকুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চাকরি বিধি লঙ্ঘন হওয়ায় এই ব্যবস্থা নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রিজওয়ানুল হুদার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ‘মো. আতিকুর রহমান সোনালী ব্যাংক লিমিটেডের রুপসী বাংলা শাখায় সংঘটিত হলমার্ক জালিয়াতির ঘটনায় অভিযুক্ত থাকায় বর্তমানে তিনি জেলে রয়েছেন। বাংলাদেশ সার্ভিস রুলস, পাট-১ এর বিধি-৭৩ এর নোট-২ অনুয়ায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই সময়ে তিনি অবশ্য খোরপোষ ভাতা পাবেন। চিঠির কপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, জনপ্রশাসকসহ সব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সূত্র জানায়, জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে হলমার্ক প্রায় আড়াই হাজার কোটি টাকা আত্মসাৎ করে। এর সঙ্গে সোনালী ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা পেয়েছিল দুদক। তাদের মধ্যে আতিকুর রহমান একজন।
Discussion about this post