নিজস্ব প্রতিবেদক:-
শারীরিক উপস্থিতি ব্যাতিরেকে আগামী ১৩ই জুন, ২০২১ইং রােজ রবিবার সকাল ১০ঃ৩০ মিনিট হইতে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত -“আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন,২০২০ (১১নং আইন, ২০২০)” এবং অত্র কোর্ট কর্তৃক জারীকৃত “প্রাকটিস ডাইরেকশন” অনুসরন করতঃ তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চ সমূহ গঠন করা হয়েছে।
১। বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান এবং বিচারপতি কাজী মােঃ ইজারুল হক আকন্দ একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং আইন ও আগাম জামিনের আবেদনপত্র ব্যতীত ডিভিশন বেঞ্চে গ্রহণযােগ্য ফৌজদারী মােশন; ফৌজদারী আপীল মঞ্জুরীর আবেদনপত্র এবং তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র; ফৌজদারী মঞ্জুরীকৃত আপীল ও তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র; ফৌজদারী মঞ্জুরীকৃত আপীল ও সকল জেল আপীল মঞ্জুরীর আবেদনপত্র ও শুনানী; ফৌজদারী রিভিশন এবং ফৌজদারী বিবিধ মােকদ্দমাসমূহ এবং উপরােল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ এই গঠনবিধির অব্যবহিত পূর্বের গঠনবিধির কোন আংশিক বা রায়
প্রদানের থাকিলে তাহাও গ্রহণ করিবেন। উল্লেখ্য যে, সপ্তাহে তিন দিন মােশন এবং দুই দিন শুনানী গ্রহন করিবেন।

২। বিচারপতি সৈয়দ মােহাম্মদ জিয়াউল করিম। একক বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য সহকারী জজ ব্যতীত অন্য বিচারকের আদেশ ও ডিক্রির বিরুদ্ধে অনূর্ধ্ব ৬,০০,০০০০০ টাকা মানের এবং সহকারী জজের মান নিরপেক্ষ আদেশ ও ডিক্রির বিরুদ্ধে দেওয়ানী কার্যবিধি আইনের ৪১ অর্ডারের ১১ রুল অনুযায়ী শুনানীর জন্য অনূর্ধ্ব ৬,০০,০০০০০ টাকা মানের আপীল; সহকারী জজ ব্যতীত অন্য বিচারকের আদেশ ও ডিক্রির বিরুদ্ধে অনূর্ধ্ব ৬,০০,০০০০০ টাকা মানের এবং সহকারী জজের মান নিরপেক্ষ আদেশ ও ডিক্রির বিরুদ্ধে দেওয়ানী রুল ও দেওয়ানী রিভিশন মােকদ্দমা; অনূর্ব ৬,০০,০০০০০ টাকা মানের আবেদনপত্র এবং একক বেঞ্চে গ্রহণযাগ্য সকল লয়াজিমা বিষয় ও অনূর্ধ্ব ৬,০০,০০০০০ টাকা মানের প্রথম বিবিধ আপীল, প্রথম বিবিধ আপীল (প্রবেট); যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরােল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ ও শুনানী করিবেন। উল্লেখ্য যে, ১ ফেব্রুয়ারি,২০২১খ্রিঃ তারিখের পূর্বে দায়েরকৃত, স্থানান্তরিত বা চলমান সকল প্রকার মােকদ্দমা বা কার্যধারা অত্র বেঞ্চেই শুনানী ও নিষ্পত্তি হইবে।
৩। বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খােন্দকার দিলীরুজ্জামান একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ভ্যাট, কাস্টমস, ইনকামট্যাক্স, অর্থঋণ, দুর্নীতি দমন কমিশন ও মানি লন্ডারিং আইনের আওতাধীন বিষয়াদি ব্যতীত সকল প্রকার রীট শুনানী; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে; হাইকোর্ট বিভাগ ও উহার অধীনস্থ আদালত সমূহের অবমাননার অভিযােগপত্র এবং উপরােল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ ও শুনানী করিবেন। এই গঠনবিধির অব্যবহিত পূর্বের গঠনবিধির কোন আংশিকত থাকিলে তাহাও গ্রহণ করিবেন।
৪। বিচারপতি এ. কে. এম. আবদুল হাকিম এবং বিচারপতি ফাতেমা নজীব একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং আইন ও আগাম জামিনের আবেদনপত্র ব্যতীত ডিভিশন বেঞ্চে গ্রহণযােগ্য ফৌজদারী মােশন; ফৌজদারী আপীল মঞ্জুরীর আবেদনপত্র এবং তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র; ফৌজদারী মঞ্জুরীকৃত আপীল ও তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র; ফৌজদারী মঞ্জুরীকৃত আপীল ও সকল জেল আপীল মঞ্জুরীর আবেদনপত্র ও শুনানী; ফৌজদারী রিভিশন এবং ফৌজদারী বিবিধ মােকদ্দমাসমূহ এবং উপরােল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ । এই গঠনবিধির অব্যবহিত পূর্বের গঠনবিধির কোন আংশিক বা রায় প্রদানের থাকিলে তাহাও গ্রহণ করিবেন।। উল্লেখ্য যে, সপ্তাহে তিন দিন মােশন এবং দুই দিন শুনানী গ্রহন করিবেন।
৫। বিচারপতি বােরহান উদ্দিন এবং বিচারপতি সরদার মােঃ রাশেদ জাহাঙ্গীর একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য ভ্যাট, কাস্টমস ও ইনকামট্যাক্স সংক্রান্ত রীট মােশন; শুনানীর জন্য ঐ সকল রীট বিষয়াদি; আয়কর রেফারেন্স মােকদ্দমা; যে সকল বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরােল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানী করিবেন। এই গঠনবিধির অব্যবহিত পূর্বের গঠনবিধির কোন আংশিক বা রায় প্রদানের থাকিলে তাহাও গ্রহণ করিবেন। উল্লেখ্য যে, সপ্তাহে তিন দিন মােশন এবং দুই দিন শুনানী গ্রহন করিবেন।
৬। বিচারপতি এম, ইনায়েতুর রহিম এবং বিচারপতি মােঃ মােস্তাফিজুর রহমান একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং ডিভিশন বেঞ্চে গ্রহনযােগ্য দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত রীট ও ফৌজদারী মােশন এবং সকল প্রকার রীট মােশন গ্রহন করিবেন; রিভিশন মােকদ্দমা, মঞ্জুরকৃত আপীল ও আপীল মঞ্জুরীর আবেদনপত্র ও তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র; আগাম জামিনের আবেদনপত্র ব্যতীত ও উপরােল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানী করিবেন। যেকোন বেঞ্চ কর্তৃক প্রদেয় রুল ও অন্তর্বর্তীকালীন যেকোন আদেশ/রায় সংশােধনীর আবেদনপত্রও গ্রহণ করিবেন। এই গঠনবিধির অব্যবহিত পূর্বের গঠনবিধির কোন আংশিক বা রায় প্রদানের থাকিলে তাহাও গ্রহণ করিবেন। উল্লেখ্য যে, সপ্তাহে তিন দিন মােশন এবং দুই দিন শুনানী গ্রহন করিবেন।
৭। বিচারপতি গােবিন্দ চন্দ্র ঠাকুর একক বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য সহকারী জজ ব্যতীত অন্য বিচারকের আদেশ ও ডিক্রির বিরুদ্ধে অনূর্ধ্ব ৬,০০,০০০০০ টাকা মানের এবং সহকারী জজের মান নিরপেক্ষ আদেশ ও ডিক্রির বিরুদ্ধে দেওয়ানী মােশন; দেওয়ানী কার্যবিধি আইনের অর্ডার ৪১ রুল ১১ অনুযায়ী শুনানীর জন্য অনূর্ধ্ব ৬,০০,০০০০০ টাকা মানের আপীল; সহকারী জজ ব্যতীত অন্য বিচারকের আদেশ ও ডিক্রির বিরুদ্ধে অনূর্ধ্ব ৬,০০,০০০০০ টাকা মানের এবং সহকারী জজের মান নিরপেক্ষ আদেশ ও ডিক্রির বিরুদ্ধে দেওয়ানী রুল ও দেওয়ানী রিভিশন মােকদ্দমা এবং একক বেঞ্চে গ্রহণযাগ্য সকল লয়াজিমা বিষয় ও অনূর্ধ্ব ৬,০০,০০০০০ টাকা মানের প্রথম বিবিধ আপীল, প্রথম বিবিধ আপীল (প্রবেট); যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরােল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ ও শুনানী করিবেন।
উল্লেখ্য যে, ১ ফেব্রুয়ারি,২০২১খ্রিঃ তারিখের পূর্বে দায়েরকৃত, স্থানান্তরিত বা চলমান সকল প্রকার মােকদ্দমা বা কার্যধারা অত্র বেঞ্চেই শুনানী ও নিষ্পওি হইবে।
৮। বিচারপতি মােঃ রুহুল কুদুস এবং বিচারপতি কাজী ইবাদত হােসেন একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য ডিভিশন বেঞ্চে গ্রহনযােগ্য দেওয়ানী মােশন; শুনানীর জন্য প্রথম আপীল, প্রথম আপীল (প্রবেট), প্রথম বিবিধ আপীল, প্রথম বিবিধ আপীল (প্রবেট); ৬,০০,০০০০০ টাকার উধ্বমানের প্রথম বিবিধ আপীল; ডিভিশন বেঞ্চে গ্রহনযােগ্য দেওয়ানী রুল ও রিভিশন মােকদ্দমা; হাইকোর্ট রুলস-এর ৯ অধ্যায়ের ৩৪ রুল অনুযায়ী শুনানীর জন্য এবং ৬,০০,০০০০০ টাকার উধ্বমানের আপীল; ডিভিশন বেঞ্চে গ্রহনযােগ্য দেওয়ানী রুল, দেওয়ানী রিভিশন মােকদ্দমা ও তৎসংক্রান্ত আবেদনপত্র হইতে উদ্ভূত সকল লয়াজিমা বিষয়; ২০০১ইং সনের ১নং আইনের (শালিশী আইন-২০০১) ৪৮(ক), (খ) এবং (গ) ধারা মােতাবেক আপীল; ইউনিয়ন পরিষদ ও পৌরসভা (বিশেষ দায়িত্ব) অধ্যাদেশ,১৯৯১ইং (অধ্যাদেশ নং-৬, ১৯৯১) এর অধীন আপীল; ডিভিশন বেঞ্চে গ্রহনযােগ্য দেওয়ানী কার্যবিধি আইনের ৪১ অর্ডারের ১১ রুল অনুযায়ী আপীলসমূহ এবং উপরােল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ ও শুনানী করিবেন ।
উল্লেখ্য যে, ১ ফেব্রুয়ারি,২০২১খ্রিঃ তারিখের পূর্বে দায়েরকৃত, স্থানান্তরিত বা চলমান সকল প্রকার মােকদ্দমা বা কার্যধারা অত্র বেঞ্চেই শুনানী ও নিষ্পওি হইবে।
৯। বিচারপতি মােঃ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি এস, এম, মজিবুর রহমান। একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং আগাম জামিনের আবেদনপত্র ব্যাতীত ডিভিশন বেঞ্চে গ্রহণযােগ্য দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং আইন এবং দুর্নীতি দমন কমিশন আইন সংক্রান্ত সকল প্রকার ফৌজদারী ও রীট মােশন, রিভিশন মােকদ্দমা, মঞ্জুরীকৃত আপীল ও আপীল মঞ্জুরীর আবেদনপত্র ও উপরােল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ ও শুনানী করিবেন। এই গঠনবিধির অব্যবহিত পূর্বের গঠনবিধির কোন আংশিকত থাকিলে তাহাও গ্রহণ করিবেন।
১০। বিচারপতি আবু তাহের মােঃ সাইফুর রহমান এবং বিচারপতি মােঃ জাকির হােসেন একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য অর্থঋণ আইন সংক্রান্ত রীট, দেউলিয়া বিষয়াদি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অর্থঋণ আইন হইতে উদদ্ভুত রীট মােশন ও তৎসংক্রান্ত শুনানী; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরােল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ করিবেন।
১১। বিচারপতি মােঃ সেলিম। একক বেঞ্চে বসিবেন এবং শুনানীর জন্য একক বেঞ্চে গ্রহণযােগ্য ফৌজদারী মােশন; ফৌজদারী মঞ্জুরীকৃত আপীল; ফৌজদারী আপীল মঞ্জুরীর আবেদনপত্র এবং তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র; ফৌজদারী রিভিশন ও রেফারেন্স মােকদ্দমা এবং একক বেঞ্চে গ্রহণযােগ্য দুর্নীতি দমন কমিশন আইনের অধীন দায়েরকৃত মামলা, রায়, আদেশ হইতে উদ্ভুত সকল প্রকারের মােশন ও তদসংক্রান্ত শুনানী; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরােল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ করিবেন।
Discussion about this post