বিডিলনিউজঃ রাজনীতিবিদদের যত দুর্নীতি, অকর্মের সাজা থেকে মুক্তির একমাত্র উপায় বা মাধ্যমই হচ্ছে আইনজীবীরা। অথচ, রাজনীতির নোংরা হাতের শিকার হলেন আইনজীবীরা। সুপ্রিমকোর্ট চত্বরে আইনজীবীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি চেয়াপরপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা আদালত চত্বরে যে হামলা করেছে তা ন্যাক্কারজনক।
বিকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন খন্দকার মাহবুব। এই ঘটনার প্রতিবাদ জানাতে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদেরও আহ্বান জানান তিনি। খন্দকার মাহবুব বলেন, ‘আমাদের আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আপনাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আপনারাও এই ঘটনার প্রতিবাদ জানান’। খালেদা জিয়ার উপদেষ্টা বলেন, মানুষের বিচার পাওয়ার সব শেষ ভরসা সুপ্রিমকোর্ট। কিন্তু এই চত্বরে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা লাঠিশোঠা নিয়ে হামলা করেছে তা ন্যাক্কারজনক। এর বিচার না হলে তা ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত হবে।
Discussion about this post