রাজধানীর ধানমণ্ডিতে বেসরকারি পপুলার হসপিটালের টয়লেটে এক নারীর ভিডিও মোবাইলে ধারণ করার অভিযোগে এক স্টাফকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে এই ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এই তথ্য নিশ্চিত করেছেন। ওই নারীর অভিযোগের বরাত দিয়ে তিনি বলেন, সকালে এই নারী পপুলারে চিকিৎসার জন্য যান। চিকিৎসক তাকে ইউরিন টেস্ট করার জন্য বলেন। এরপর ওই নারী প্যাথলজি বিভাগ থেকে দেওয়া টিউব নিয়ে হাসপাতালের শৌচাগারে যান। সেখানে এক ব্যক্তি মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করার চেষ্টা করেন। বের হয়ে এসে ওই নারী অভিযোগ করেন। পরে জানা যায় অভিযুক্ত ব্যক্তি হাসপাতালের স্টাফ।
ওসি জানান, এরপর হাসাপাতালের অন্য স্টাফরা তাদের দুজনকেই থানায় নিয়ে আসে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।




Discussion about this post