ডেস্ক রিপোর্ট:-
হিন্দু ও বৌদ্ধ নারীদের স্বামী বা পিতামাতার সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিতে আইন প্রনয়নে যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনী (লিগ্যাল নোটিশ) প্রদান করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা কেবিনেট সচিব, আইন সচিব এবং ধর্ম সচিব বরাবর মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর নোটিশটি প্রেরন করেন।

এরপরে তিনি সাংবাদিকদের জানান, শুধুমাত্র ধর্মীয় কারণেই হিন্দু ও বৌদ্ধ নারীরা সম্পত্তিতে অধিকার পাওয়া থেকে বঞ্চিত, এটা কোন লিঙ্গ বৈষম্যের কারনে নয়।নারীদের সমান অধিকারের কথা সংবিধানের ২৭ এবং ২৮ অনুচ্ছেদে বলা আছে। এছাড়াও বাংলাদেশ কয়েকটি আন্তজার্তিক কনভেশনের সদস্য, সেসব কনভেশনের আর্টিকেল গুলোতেও নারীদের সমান অধিকার বাস্তবায়নের কথা আছ, তাই হিন্দু ও বৌদ্ধ নারীদের স্বামী বা পিতামাতার সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিতে আইন প্রনয়নে যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনী (লিগ্যাল নোটিশ) প্রদান করা হয়েছে।
Discussion about this post