ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনি বলেন, ‘বাংলাদেশের কাছে হেরে আমি বিস্মিত নই। বর্তমান সময়ে তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তাছাড়া বড় পার্টনারশিপ না হলে ৩০৭ রান অতিক্রম করে জেতা সহজও নয়। এই দিনটিতে আমরা ভালো খেলিনি।’
মিডল অর্ডারে পার্টনারশিপ গড়তে না পারার কারণে হারতে হয়েছে বলে মনে করেন ভারত দলপতি। ধোনি বলেন, ‘তিন’শ বা তিনশ’র বেশি স্কোর চেজ করতে হলে পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ন। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সেটা করতে পারেনি। বাংলাদেশের বোলাররাও নিজেদের মাঠে ভালো জায়গায় বল করেছে।’
সামনের দুটি ম্যাচের মধ্যে আর একটি ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে ভারতের। এমন অবস্থায় দাঁড়িয়ে সামনের দুটি ম্যাচ কতুটুকু চ্যালেঞ্জের-এই প্রশ্নের জবাবে ধোনি বলেন, অবশ্যই এটা কঠিন চ্যালেঞ্জ। ’
আগামি রোববার (২১ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২৪ জুন একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।




Discussion about this post