পাবনায় হ্যান্ড গ্রেনেডসহ মানিক হোসেন ওরফে বাবু (৩০) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত মানিক পাবনা শহরের দনি রামচন্দ্রপুর মহল্লার হেলাল উদ্দিনের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দণি রামচন্দ্রপুর মহল্লায় অভিযান চালিয়ে বাবুকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩টি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
আটককৃত বাবু একজন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বলেও জানিয়েছেন ওসি।




Discussion about this post