বিডি ল নিউজঃ
বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে চিত্রনায়িকা হ্যাপি কাণ্ডে বেশ বিব্রত হয়েছিলেন জাতীয় দলের পেসার রুবেল। ঘটনা যাই হোক, শেষ পর্যন্ত জেলের ঘানিও টানতে হয়েছিল তাকে। টক অব দ্য কান্ট্রি নয় শুধু, রুবেলে ওই ঘটনা টক অব দ্য ক্রিকেট ওয়ার্ল্ড হয়েছিল তখন। এ নিয়ে মুখরোচক অনেক কথাই বেরিয়েছিল তখন।
তবে সবচেয়ে মজার বিষয় হলো অস্ট্রেলিয়া গিয়েও এমন মধুর এবং বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে রুবেলকে। বাংলাদেশের খেলার দিনগুলিতে কেউ না কেউ গ্যালারিতে তাকে আর হ্যাপিকে নিয়ে মজার মজার প্ল্যাকার্ড প্রদর্শন করছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের দিনও ক্যানবেরার মানুকা ওভালে রুবেল-হ্যাপিকে নিয়ে গ্যালারি মাতিয়ে রাখতে দেখা গেছে দর্শকদের। এবার মেলবোর্নে শুধু মাতিয়ে রাখাই নয়, অভিনব ঘটনাও ঘটে গেছে এখানে।
এবার নতুন পরিস্থিতির সামনে পড়তে হয়েছে রুবেলকে। খোদ অস্ট্রেলিয়ার মাটিতেই বিয়ের প্রস্তাব পেয়ে গেলেন বাংলাদেশের এই পেসার রুবেল হোসেন। তাও আবার যেন তেন জায়গা নয়, বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, বিশ্বকাপের ম্যাচ চলকালীন এমন প্রস্তাব পেলেন রুবেল।
বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচের দিন ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক সুন্দরী তরুণী সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন বাংলাদেশ বিশ্বকাপ দলের ক্রিকেটার রুবেল হোসেনকে। প্ল্যাকার্ডে তিনি লিখেছেন, ‘ম্যারি মি রুবেল, আই ক্যান মেক ইউ হ্যাপি!’ ওই তরুনী সত্যি সত্যি ওই প্রস্তাব দিতে চাইলেন না কি নিছকই মজার ছলে দিলেন, শেষ পর্যন্ত অবশ্য তা জানা যায়নি!
Discussion about this post