কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ থানা পুলিশের একটি দল ক্রেতা সেজে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে।
টেকনাফ থানার ওসি রণজিৎ বড়ুয়ার পরিকল্পনায় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই নারী হলেন- নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ‘বি’ ব্লকের (শেড-১০০৬২) ২নং কক্ষের বাসিন্দা আরিফ উল্লাহর স্ত্রী সেতারা বেগম (২৭)।
ওসি রণজিৎ বড়ুয়া জানান, বেশ কয়েক দিন ধরে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ইয়াবা কারবারি ওই সিন্ডিকেটের সঙ্গে ক্রেতা সেজে যোগাযোগ শুরু করে এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম।
অবশেষে শনিবার বিকালে ১০ হাজার ইয়াবা ক্রয়ের ফাঁদ পেতে জাদিমুড়া এলাকায় সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় ওই নারীর অন্য সহযোগীরা পালিয়ে যায় বলে জানান তিনি। রোহিঙ্গা ওই নারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
এ/কে




Discussion about this post