আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিলে ১১ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার দুপুরে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ১৫ জুন গাজীপুরের আওয়ামী লীগ নেতা সাংসদ আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিলের রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের ফাঁসির আদেশ বহাল এবং আটজনের যাবজ্জীবন বহাল রেখেছেন আদালত। এছাড়াও আসামিদের ১১ জনকে খালাস দেয়া হয়েছে। দুজন মারা যাওয়ায় তাদের ব্যাপারে কোনো আদেশ আসেনি এবং একজন আপিলই করেননি।




Discussion about this post