রাজধানীর ঢাকা ক্লাব, ধানমন্ডি ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাবসহ দেশের প্রধান শহরের প্রায় ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া জাতীয় খেলার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্টে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার (৪ ডিসেম্বর) বিচারপতি কামারুল ইসলাম সিদ্দিকী ও শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
ক্লাবগুলো হচ্ছে- গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব-ঢাকা, লেডিস ক্লাব-ঢাকা, ক্যাডেট কলেজ ক্লাব- গুলশান, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব ও খুলনা ক্লাব।
হাইকোর্টের আদেশে এসব ক্লাবে জুয়া জাতীয় অবৈধ ইনডোর গেম যেমন- কার্ড, ডাইস ও হাউজি খেলা আয়োজনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না মর্মে এই রুল জারি করা হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী সামিউল হক ও রুকুনউদ্দীন মো, ফারুক হাইকোর্টে এই রিট করেন।




Discussion about this post