বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ল’ গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড প্রদান করবে বার কাউন্সিল। চতুর্থ ধাপে আগামীকাল ১০ এপ্রিল থেকে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত মোট ১৩ টি বেসরকারি বিশ্ববিদ্যলয় থেকে এলএলবি সম্পন্ন শিক্ষার্থীরা বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড পাবেন।
বিশ্ববিদ্যালয়গুলো হল- স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, পিপলস ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে বার কাউন্সিল সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার (৮ এপ্রিল) এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য উল্লেখিত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ল’ গ্র্যাজুয়েটদের ‘নমুনা ফরম’ পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইন্টিমেশন ফরম’ তথা ‘পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম’ জমাদানের পর ছয় মাস অতিক্রান্ত না হলে রেজিস্ট্রেশন কার্ড প্রস্তুত হয় না।
পরবর্তীতে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (বার কাউন্সিলের চাহিত সকল কাগজপত্র ও তথ্যাদি নির্ধারিত ফরম্যাট অনুযায়ী স্ব স্ব বিশ্ববিদ্যালয় থেকে যথাযথ প্রাপ্তি সাপেক্ষে) শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে ধাপে ধাপে বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হবে। এ সম্পর্কে বিস্তারিত যথাসময়ে নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞতিতে বলা হয়েছে।
Discussion about this post