খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ১৩ মার্চ পর্যন্ত বাড়িয়েছেন আদালত। ঐদিন তাকে সশরীরে আদালতে হাজির করার আবেদনের বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়।
বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে সোমবার সকাল ১১টায় শুরু হয় শুনানি। আধাঘণ্টা শুনানির পর এ আদেশ দেয়া হয়।
রোববার কারাদণ্ডপ্রাপ্ত বেগম জিয়াকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে আবেদনটি করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। পরে বেগম জিয়ার আইনজীবীর আবেদনে তার জামিন আজকের দিন পর্যন্ত বাড়ানো হয়।
এ আবেদন দুটির প্রেক্ষিতে আজ এ আদেশ দিয়ে ১৩ মার্চ পর্যন্ত আদালত মুলতবি করেন বিচারক ড. আখতারুজ্জামান।
Discussion about this post