নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলতি বছর অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতা ১৫০ জনকে শোকজ করা হচ্ছে। এ তালিকায় মদদদাতা হিসেবে এমপি-মন্ত্রীরাও আছেন। রবিবার থেকে তাদের চিঠি ইস্যু হবে।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি এই কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, শুধু বিদ্রোহী প্রার্থী বিরুদ্ধে নয়, বিদ্রোহীদের মদদদাতাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, পঞ্চম উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতার অভিযোগে ১৫০ জনের মতো বিদ্রোহী প্রার্থীর ও তাদের মদদদাতাকে শোকজ করা হবে। এর মধ্যে কেন্দ্রীয় পর্যায়ের নেতারা থাকতে পারে।
জাতীয় পার্টির অভ্যন্তরীণ সংকট নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, জাতীয় পার্টির এটা নিজেদের সমস্যা। তাদের সমস্যা তারাই সমাধান করুক। এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আর জাতীয় পার্টির আওয়ামী লীগের কোনো শাখা সংগঠন নয়।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাছান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
Discussion about this post