পরিবেশ দূষণ ও লাইসেন্স ছাড়া ইট উৎপাদন অব্যাহত রাখায় ১৫ ভাটাকে ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলার রানির হাট এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়। এ সময় ৮ হাজার ঘনফুট কাঠও জব্দ করা হয়।
তামিম আল ইয়ামিন বলেন, পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না নেওয়া এবং ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পরিবেশদূষণ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ না করায় জরিমানা করা হয়েছে।
এর আগে মঙ্গল ও বুধবার একই এলাকার ২৪টি ভাটাকে ৯ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।




Discussion about this post