বিডি ল নিউজঃ বলিউড বাদশাহ এর পরবর্তী ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। ‘ফ্যান’ নামের ছবিতে শাহরুখ ১৭ বছর বয়সী এক ভক্তের চরিত্রে অভিনয় করবেন বলে খবর ছড়ায়। কিন্তু নিজের টুইটারে এই খবরটি অস্বীকার করেছেন কিং খান।
প্রথমে ছবির নাম দেখেই সবাই ধরেই নিয়েছিলেন, তারকা চরিত্রেই অভিনয় করতে যাচ্ছেন তিনি। কিন্তু চমকটা ছড়ায় যখন জানা যায়, ১৭ বছরের এক ফ্যানের চরিত্র অভিনয় করবেন শাহরুখ।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, এর আগে এক টেলিভিশন শোয়ের সেটে শাহরুখ সাংবাদিকদের বলেন, এই ছবি একেবারেই অন্যরকম। আমি এই ছবিতে ১৭ বছরের এক কিশোরের ভূমিকায় অভিনয় করছি। মেক আপ বা ভিএফএক্সের সাহায্য নেবো আমি।
খবরটি আলোড়ন তোলার পর নিজের মাইক্রো ব্লগিংয়ে জানিয়েছেন, রোহিতের ছবিতে ১৭ বছর বয়সীর চরিত্রে আমার অভিনয়ের খবরটি মোটেও সত্য নয়।
শাহরুখ এই চরিত্রের কথা অস্বীকার করা আগে জানানো হয়েছিল, রোহিত শেঠির ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন মডেল ওয়ালুশ ডি সুসা। এই ছবিতে বাণিজ্য ও বয়সকে দূরে সরিয়ে রেখে মাথায় রাখা হয়েছে চরিত্র। তবে ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে না ‘ফ্যান’। ছবির মুক্তির দিন পিছনোর কথা বলা হলেও নতুন দিন এখনো ঘোষণা করা হয়নি। সূত্র : ইন্ডিয়া টাইমস, কালের কণ্ঠ
Discussion about this post