নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ১ মার্চ থেকে দেশে আসা সকল প্রবাসী বাংলাদেশিকে থানায় যোগাযোগের অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।
মঙ্গলবার (২৪ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো বার্তায় একথা বলা হয়েছে।
সংশ্লিষ্ট প্রবাসীদের পাসপোর্টে বর্ণিত ঠিকানা ব্যতীত অন্য ঠিকানায় অবস্থানকারী সকল প্রবাসী বাংলাদেশিকে নিকটস্থ থানায় যোগাযোগ করে তাদের বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানাতে অনুরোধ করা হচ্ছে।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো বার্তায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
Discussion about this post