২১-০৭-২০১৭ইং তারিখের এনরােলমেন্ট এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থী বার কাউন্সিলের আসন্ন ১৯-১২-২০২০ইং তারিখে অনুষ্ঠিতব্য এনরােলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিবেন তাদের বিগত ২১-০৭-২০১৭ইং তারিখের এনরােলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থী বার কাউন্সিলের আসন্ন ১৯-১২-২০২০ইং তারিখে অনুষ্ঠিতব্য এনরােলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিবেন,
সেই সকল প্রার্থীকে নিম্নবর্ণিত সময়সূচী অনুযায়ী বার কাউন্সিল অফিসের পরীবাগস্থ ইউনিক হাইটস্ ভবনের উত্তর প্রান্তে ছােট গেইটে (ইউনিক হাইটস্ বিল্ডিংয়ের কাজী নজরুল ইসলাম এ্যাডিনিউ ফুটপাথ সংলগ্ন পদ্মা ব্যাংক লিমিটেডের সাইন বাের্ডের বাম পার্শ্বের ছােট গেইট) স্থাপিত বুথ হইতে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট প্রার্থীগণকে বার কাউন্সিল রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি অথবা ২০১৭ইং সালের এনরােলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি জমা দিয়া প্রবেশপত্র সংগ্রহ করিতে পারবেন।
এ্যাডমিট কার্ড সংগ্রহের জন্য নিম্নবর্ণিত শিডিউল অনুযায়ী নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট প্রার্থীগণকে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পরস্পরের মধ্যে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখিয়া সুশৃংখলভাবে লাইনে দাঁড়িয়ে বুথের সামনে যেতে অনুরােধ করা হয়েছে। বুথে কোনােরূপ বিশৃংখলা হইলে এ্যাডমিট কার্ড বিতরণ করা সম্ভব হবে বলে নোটিশে উল্লেখ করেন।

বিশেষভাবে উল্লেখ্য, কোনাে প্রার্থীর নামের বানানে ছােট-খাটো ভুলত্রুটি থাকিলে তাহা লিখিত পরীক্ষার পরে সংশােধন করিয়া নিতে বলা হয়েছে।
লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ রোল নম্বর অনুয়ায়ী তাং-১০-১২-২০২০ রােল নং ৫০৭৫৮ হইতে ৫১৫৫৭ রােল পর্যন্ত ৮০০ জন
লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ রোল নম্বর অনুয়ায়ী তাং-১৩-১২-২০২০ রােল নং ৫১৫৫৮ হইতে ৫২৩৫৭ রােল পর্যন্ত ৮০০ জন
লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ রোল নম্বর অনুয়ায়ী তাং-১৪-১২-২০২০ রোল নং ৫২৩৫৮ হইতে ৫৩১৫৭ রােল পর্যন্ত ৮০০ জন।
লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ রোল নম্বর অনুয়ায়ী তাং-১৫-১২-২০২০ রোল নং ৫৩১৫৮ হইতে শেষ পর্যন্ত
উক্তরূপ প্রার্থীদের (২১-০৭-২০১৭ইং তারিখের এনরােলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষায় উত্তীর্ণ) রােল নম্বরসহ বিস্তারিত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীগণকে নিজ দায়িত্বে অনলাইনে/ওয়েবসাইটে প্রকাশিত নিম্নবর্ণিত তালিকা হইতে সার্চ করে (নিজ নাম/পিতার নাম অথবা বার কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করে রােল সার্চ করিতে পারবেন।
Discussion about this post