বিডি ল নিউজঃ আইফোন ৬, এইচটিসি ওয়ান এম৮, সনি এক্সপিরিয়া জেড৩ বা স্যামসাং গ্যালাক্সি এস৫ সেটগুলোকে টক্কর দিতে বাজারে এলো মটোরোলার ড্রয়েড টার্বো (Droid Turbo)। নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ২.৭ গিগাহার্জ কোয়াডকোর স্ন্যাপড্রাগন প্রসেসর। ৫.২ ইঞ্চির পর্দার ২কে রেজ্যুলেশন (২৫৬০x১৪৪০) ফোনটিতে রয়েছে অ্যান্ডয়েডের কিটক্যাট ভার্সন।
এছাড়া রয়েছে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি। একই ফোনের আরেকটি মডেলে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে।
তবে ফোনটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো ২১ মেগাপিক্সেলের ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আছে অত্যাধুনিক ফ্ল্যাশ।
এ ছাড়া ‘মটো ভয়েস’ এবং ‘মটো অ্যাকশনস’ রয়েছে ফোনটিতে। আরো রয়েছে ৩৯০০ এমএএইচ ব্যাটারি। যার ফলে দীর্ঘক্ষণ কথা বলতে পারবেন গ্রাহক। পাশাপাশি রয়েছে ফোরজি, থ্রিজি, জিপিএস, ওয়াইফাই ও ব্লুটুথের সুবিধা।
আপাতত মেটালিক কালো ও লাল রঙে পাওয়া যাবে এই ফোন। ৩২ জিবির ফোনটি কিনতে গ্রাহকদের খরচ পড়বে ভারতীয় ৩৪ হাজার ৯৯০ রুপি বা বাংলাদেশি প্রায় ৪৪ হাজার টাকা। খুব শিগগিরই এটি বাংলাদেশের বাজারে আসবে। তবে মোবাইলটির আউটলুক হতাশ করেছে গ্রাহকদের। অনেকের মতে এটি কুৎসিত দর্শন মোবাইল।
Discussion about this post