বিডি ল নিউজঃ
সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে রোববার সকাল থেকে ২৪ ঘন্টার ব্যবধানে ৪টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁবাসীর জনমনে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পরছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকা থেকে রোববার বিকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে শম্ভূপুরা ইউনিয়নের চরহোগলা মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় শফিকুল ইসলাম ও ইমান আলী নামে আরো দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে গতকাল শনিবার বিকালে সোনারগাঁয়ের সোনাখালি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাল থেকে আলফাজ উদ্দিন নামে আরো এক জমি ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। ২৪ ঘন্টার ব্যবধানে ওই ৪টি লাশ উদ্ধারের ঘটনায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে সোনারগাঁবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে জেলা হাসপাতার মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Discussion about this post