রাজধানীর তুরাগে থানাধীন বাদালদী এলাকার একটি ভেজাল ডিটারজেন্ট পাউডার উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভেজাল ডিটারজেন্ট পাউডার ধ্বংস করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইহসান জানান, তুরাগ থানার বাদালদী এলাকায় অবস্থিত শাপলা কসমেটিক্স কারখানায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট কারখানার মালিককে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এপিবিএন-৫ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি আমিরুল ইসলামের নেতৃত্বে এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।




Discussion about this post