সিডনিতে নবজাতক এক শিশুকে উদ্ধার করা হয়েছে পরিত্যাক্ত একটি ড্রেন থেকে। রোববার সকালে শিশুটির কান্না শুনতে পেয়ে একদল সাইকেল আরোহী শিশুটিকে উদ্ধার করেন।
অস্ট্রেলিয়ার পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে হাসপাতালের কম্বলে জড়ানো বাচ্চাটিকে পরিত্যাক্ত ড্রেনের মুখ দিয়ে নীচে ফেলে দেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছে এটি খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা এবং তারা এখন হাসপাতালের তথ্য নিয়ে ২০ বছর বয়সী এক মা’কে জিজ্ঞাসাবাদ করছেন। তবে ওই মহিলার নাম প্রকাশ করেননি জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তারা।
অনুমান করা হচ্ছে বাচ্চাটির বয়স সর্বোচ্চ দুই দিন। উদ্ধারের আগে বাচ্চাটি কতক্ষণ ড্রেনের মধ্যে ছিল সে সম্পর্কে কিছু জানতে পারেনি পুলিশ। তবে বাচ্চাটি এখন সম্পূর্ণ নিরাপদ অবস্থায় সিডনির ওয়েস্টমিড শিশু হাসপাতালে রয়েছে।
রোববার সকালে স্থানীয় সময় সাড়ে সাতটার দিকে সাইকেল আরোহীরা ওই পথ দিয়ে যাওয়ার সময় বাচ্চাটির কান্না শুনতে পেয়ে তাকে উদ্ধার করে।
Discussion about this post