ফতুল্লা থেকে দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ভুইগড় এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের ভূঁইগড় এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- জালকুড়ি এলাকার মির্জা শহীদুল আলমের ছেলে মির্জা রনবী (৩৫) ও দেলপাড়া এলাকার জহিরুল হকের ছেলে নজরুল ইসলাম (৪২)।
ফতুল্লা মডেল থানার এএসআই টগর জানান, মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো- চ ১১-৩১৪৮) আটকের পর মির্জা রনবী নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দেয় এবং আইডি কার্ড দেখায়। বিষয়টি সন্দেহ হলে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তার পরিচয় ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর মাইক্রোবাসটি জব্দ ও তাদের আটক করা হয়।




Discussion about this post