নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ১০ নম্বরের আলোচিত সেই বাড়িটিতে গুপ্তধন সন্ধানের কাজ শুরু করেছে পুলিশ। বাড়ির দু’টি কক্ষের মেঝেতে চলছে খননকাজ।
আজ শনিবার সকাল পৌনে ১১ টার দিকে পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার উজ-জামানের নেতৃত্বে এই অনুসন্ধান কাজ শুরু হয়।
মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, ১৯৭১ সালে যখন স্বাধীনতা আন্দোলন শুরু হয় তখন এই বাড়িটা ছিল জল্লাদখানা। এই বাড়ির মূল যে অধিবাসী ছিলেন তিনি পাকিস্তানে চলে গিয়েছিলেন। পরবর্তীতে তারই এক আত্মীয় এসে কিছুদিন আগে আমাদের কাছে ‘গুপ্তধন’ থাকার থাকার তথ্য দেন।`
গুপ্তধনের বিষয়ে ওই ব্যক্তি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর এই বাড়ির বর্তমান অধিবাসীরাও মিরপুর থানায় একটা জিডি করেন।
মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার আরো বলেন, `যদি এখানে খনন করে কিছু পাওয়া যায়, আইনগতভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। আদালতকে অবহিত করে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সামনেই ওই বাড়িতে খনন করা হচ্ছে।
Discussion about this post