বিডি ল নিউজঃ দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। সিং গ্যাস কম্প্রেসারে ত্রুটির কারণে দুই মাস বন্ধ ছিল সার কারখানার উৎপাদন।
এ তথ্য নিশ্চিত করে আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মোস্তাফিজুর রহমান জানান, ত্রুটি মেরামত শেষে শুক্রবার থেকে কারখানাটি পুনরায় উৎপাদনে যায়।
এর আগে গত ৩০ অক্টোবর সিং গ্যাস কম্প্রেসারে ত্রুটি দেখা দিলে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
Discussion about this post