নিজস্ব প্রতিবেদক
নূর মোহাম্মদ: করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে মারা যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবদুল মতিন খসরু। গত ১৩ মার্চ সমিতির সভাপতি নির্বাচিত হন তিনি।
শূন্য পদে একমাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে সুপ্রিম কোর্ট বারের সংবিধানে। সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বারের সংবিধানের ১৬ অনুচ্ছেদে বলা আছে- মৃত্যু, পদত্যাগ বা অবসায়নের কারনে কোনো পদ শূন্য হলে বিশেষ সাধারণ সভা ডেকে নির্বাচনের মাধ্যমে তা পূরণ করতে হবে।
ব্যারিস্টার কাজল আরও বলেন, সভাপতি উপস্থিত থাকলে তিনি কার্য নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন। সভাপতি না থাকলে একজন সহসভাপতি সভাপতিত্ব করেন। আর যে কোন সিদ্ধান্ত কমিটির বেশিরভাগ সদস্যের মতের ভিত্তিতেই হয়ে থাকে। তাই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন নেই বলে জানান তিনি।
Discussion about this post