পেশাগত অসদাচারণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য আবুল হাসনাতকে পেশাগত নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
এ ছাড়া কক্সবাজার জেলা বারের সদস্য এ কে এম শাহজালাল চৌধুরী, মো. তবারখ হোসাঈনকে ৩ বছরের জন্য আইন পেশায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বার কাউন্সিলের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) নাজমুল আহসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পেশাগত অসদাচারণের জন্য তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার করা হয়। বিচার শেষে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়।




Discussion about this post