বিডি ল নিউজঃ
প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬৫টি স্বর্ণ বারসহ চোরাচালানির সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক চট্টগ্রাম মহানগরী পুলিশ (সিএমপি)। কোতয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকা থেকে মঙ্গলবার রাত ১টার দিকে একটি প্রাইভেটকার থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আর তার পাশেই গাড়ি থামিয়ে অপেক্ষা করছিলেন আটককৃত দুলাল কর্মকার (৪০) ও পরিতোষ দে (২৮)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানান (সিএমপি)’র কোতয়ালী জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ। উদ্ধারকৃত ৬৫টি স্বর্ণের বারের প্রত্যেকটির ওজন ৬৫০ গ্রাম। আটক দুইজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানায়, স্বর্ণ গুলো চোরাচালানির মাধ্যমে দেশে ঢুকেছে। আটককৃত দুলাল ও পরিতোষ স্বর্ণের বাহক হিসেবে কাজ করছিলেন। তারা এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে বারগুলো পৌছে দেওয়ার অপেক্ষায় ছিল। নারায়ণ কর্মকার নামের ওই ব্যবসায়ীর খোঁজেও অভিযান চলছে ।
Discussion about this post