ময়মনসিংহের ত্রিশালে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা বেড়েই চলেছে। গত তিন দিনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে চুরি হয়েছে ১০টি কঙ্কাল। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন গ্রামবাসীরা।
স্থানীয় খাবলাপাড়া গ্রামের আবু তাহের ও বড়কুমা গ্রামের হামিদা খাতুন, আইনুল হক, মুঞ্জু মিয়া ও জৈনুদ্দিনের কঙ্কালও শুক্রবার (১১ মার্চ) রাতে চুরি হয়।
এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে দুর্বৃত্তরা চুরি করে উপজেলার কাকচর উত্তরপাড়া গ্রাম থেকে কবর খুঁড়ে আছমত আলী, রজব আলী, আব্দুল বারেকের এবং পাশের দরিল্ল্যা গ্রামের ক্বারী আবুল কালামের কঙ্কাল।
এ প্রসঙ্গে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আমার জানা মতে ৪টি কঙ্কাল চুরি হয়েছে। একটি সিন্ডিকেট এ ঘটনা ঘটাচ্ছে। তারা বেশি দামে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছে কঙ্কাল বিক্রি করে।
আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে অপরাধীদের গ্রেফতারে চেষ্টা চলছে, যোগ করেন মনিরুজ্জামান।
Discussion about this post