রোকনুজ্জামান-কুষ্টিয়া: গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর, চিলমারী, বাজিতপুর, ঠোটারপাড়া এবং উদয়নগর বিওপি’র কমান্ডার নায়েক আশরাফ, সুবেদার আব্দুল হাই, হাবিলদার রফিক, হাবিলদার মোর্শেদ এবং হাবিলদার হানিফ এর নেতৃত্বে ০৫টি টহল দল ১৭ নভেম্বর ২০১৪ তারিখ রাতে বর্ডারপাড়া, মরারপাড়া, বুড়িপোতা, খরের মাঠ এবং ডিগ্রীর চর নামক স্থানে অভিযান চালিয়ে ১৬৮ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধ্বংসের নিমিত্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে



Discussion about this post