বিডি ল নিউজঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মাজেদুর রহমান ও ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু সোলাইমান সরকার সাজাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একই সাথে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেজিয়া বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সংক্রান্ত একটি পরিপত্র স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক মো. এহছানে এলাহী মঙ্গলবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
গাইবান্ধা জেলা প্রশাসক এহছানে এলাহী জানান, গত বছরের ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ সদস্য হত্যা মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাজেদুর রহমান ও ভাইস চেয়ারম্যান উপজেলা জামায়াতে সহকারি সেক্রেটারি আবু সোলায়মান সরকার সাজা অভিযুক্ত হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। ৪ পুলিশ হত্যাসহ একাধিক মামলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আসামী হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদেরকে বরখাস্ত করেন।
প্রভাষক মাজেদুর রহমান জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু সোলাইমান সরকার সাজা সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক।
Discussion about this post