বিডি ল নিউজঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান আবাস গুলশান কার্যালয়ে তল্লাশির নির্দেশ দিয়েছেন আদালত। বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ বলছেন, নির্দেশ যাই হোক, অন্তত ৪ মার্চ পর্যন্ত খালেদা জিয়া নিরাপদ ও নিরুপদ্রব থাকবেন।
তারা বলেছেন, তল্লাশির সঙ্গে গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই। কার্যালয়ে অবৈধ কিছু পেলেই গ্রেপ্তারের প্রসঙ্গ আসবে। কিন্তু খালেদার কার্যালয়ে অবৈধ কোনো কিছু থাকার প্রশ্নই আসে না।
রোববার (১ মার্চ) খালেদা জিয়ার কার্যালয় তল্লাশির নির্দেশটি জারি করেন আদালত। এরপরই কয়েকজন আইনজীবীর সঙ্গে যোগাযোগে বিএনপির অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়।
বিএনপির আইনজীবী নেতাদের কয়েকজন বাংলানিউজের সঙ্গে আলাপে জানান, ৪ মার্চ খালেদাকে আদালতে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। কিন্তু খালেদা নিরাপত্তার অভাবে বের হবেন না হয়তো। আর সরকারও তাকে ঘাটাবে না।
কারণ হিসেবে এই নেতা বলেন, খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে এই সরকার বিপদে পড়ে যাবে। তাই তারা কোনো হুটহাট সিদ্ধান্তে যাবে না। বরং এভাবে একেকবার একেক নির্দেশনা দেখিয়ে তাকে মানসিক চাপে রাখার চেষ্টা করবে।
আইনজীবীরা বিশ্বাস করছেন, খালেদা জিয়াকে ভয় দেখাতে, ‘নার্ভাস’ করতে এসব করা হচ্ছে। এ মুহূর্তে খালেদার কার্যালয় তল্লাশি বা তাকে গ্রেপ্তারের সাহস করবে না সরকার।




Discussion about this post