ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি দেয়ার অভিযোগে ৫৭ ধারায় করা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল, এএম আমিন উদ্দিন, ব্যারিস্টার তানজিব উল আলম ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
এর আগে, গত ২১ জুলাই খাগড়াছড়ি সদর থানায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ‘ইমতিয়াজ মাহমুদ সম্প্রতি তার ফেসবুক আইডিতে খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রতিনিয়ত কল্প-কাহিনী বানিয়ে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উসকানি দিয়ে পোস্ট দিয়ে যাচ্ছেন।’
Discussion about this post