বিডি ল নিউজঃ
আগামী ৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’র কর্মসূচি সফল করতেই ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ২ জানুয়ারির অনুষ্ঠেয় ছাত্র সমাবেশ স্থগিত করেছে ছাত্রদল।
সংগঠনটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৫ জানুয়ারি রাজধানীতে গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচিতে ব্যাপক লোক সমাগম হবে। ৫ জানুয়ারির কর্মসূচি অনেক বড় কর্মসূচি। একসঙ্গে দু’টি কর্মসূচি পালন করা সম্ভব নয়। তাই ২ জানুয়ারি শুক্রবার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দীতে ছাত্রদলের ছাত্র সমাবেশ স্থগিত করা হয়েছে।
আকরাম বলেন, তবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে। সেখানে সাবেক ছাত্রনেতারা উপস্থিত থাকবেন।
এছাড়া শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও ফাতিহা পাঠ করা হবে বলেও জানান তিনি।
Discussion about this post