জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে চিনাডুলী ইউনিয়নের ইউপি সদস্য আলীনুরকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ওই ইউপি সদস্যকে নিয়ে ইউপি চেয়ারম্যান আবদুস সালাম ইসলামপুর থানায় আসলে পুলিশ তাকে আটক করে।
ধর্ষিতা শিশু ইসলামপুর সদর ইউনিয়নের পচাবহলা গ্রামের এক দরিদ্র কাঠমিস্ত্রির কন্যা। সে চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী গ্রামে খালার বাড়িতে থাকত বলে জানা গেছে।
স্বজনদের অভিযোগ, গত বুধবার (৩ অক্টোবর) বিকালে দক্ষিণ চিনাডুলী গ্রামের ধর্ষিতার খালার প্রতিবেশী ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলীনুরের আঙ্গিনায় শিশুটি খেলা করার সময় আলীনুর শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
শিশুর খালা হাসনা বেগম জানান, শিশুটি ওই দিন ঘটনা জানালেও প্রভাবশালী ইউপি সদস্য আলীনুরের ভয়ে তারা ধর্ষণের ৩ দিনেও মুখ খুলতে সাহস পায়নি। শনিবার রাতে খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে শত শত মানুষ জড়ো হয়। পরে পুলিশ ধর্ষিতা শিশু ও তার মা-বাবাসহ স্বজনদের থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ইউপি সদস্য আলীনুর যদি অপরাধ করে থাকে তাহলে তার বিচার হবে। এজন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছিলো। তিনি প্রশ্ন রাখেন, যদি অপরাধ না করে থাকে তাহলে কার বিচার হবে?
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শিশুটি খুব ছোট, ধর্ষণ হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে শিশুর মা-বাবা ও অভিযুক্ত ইউপি সদস্য আলীনুরকে মুখোমুখি করে সত্য উদঘাটনের প্রাথমিক চেষ্টা করা হয়েছে। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত ইউপি সদস্যকে আটক করা হয়েছে।
Discussion about this post