
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় পাঁচজন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ তিনজনও মারা গেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাগরের লিবিয়া উপকূলের কাছে আলাদা দু’টি নৌকাডুবি হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত শতাধিক অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত একশজন। এছাড়া ২০১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৫৪ জন বাংলাদেশি ছিলেন উল্লেখ করে দূতাবাস সূত্র জানায়, নারী ও শিশুসহ ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন পুলিশ হেফাজত ও হাসপাতালে রাখা হয়েছে।
তবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৪৩ জন বাংলাদেশি ছিলেন। এদের মধ্যে পাঁচজন নিহত ও দু’জন নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকারী লিবিয়ান কোস্টগার্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথম নৌকাটি ডোবে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে। এতে আরোহী ছিলেন প্রায় অর্ধশত। তারপরই ডোবে দ্বিতীয় নৌকাটি। এতে আরোহী ছিলেন চার শতাধিক।
ত্রিপোলির জুয়ারা এলাকার এক কর্মকর্তা দাবি করেছেন, ইউরোপ পাড়ি জমানোর উদ্দেশে অভিবাসন প্রত্যাশীরা বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, মরক্কো ও আফ্রিকার সাহারা মরুভূমি সংলগ্ন এলাকা থেকে এসেছিলেন।
Discussion about this post