মন্ত্রণালয় থেকে ৫ শতাংশ কমিশন চাওয়ার অভিযোগ তুলে বক্তব্য দেওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরের কাছে ব্যাখ্যা চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে পরবর্তী সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক বলেন, আমরা বিষয়টি গণমাধ্যমর মাধ্যমে জেনেছি। তাই বিষয়টি নিয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
মেয়রের ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সচিব।
বুধবার (১০ আগস্ট) নগরের থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায়নি।
বক্তব্যে মেয়র আরও বলেন, ৮০ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। আর ৫ শতাংশ কমিশন দিলে আনতে পারতাম ৩শ থেকে ৩শ ৫০ কোটি টাকা।




Discussion about this post