বিডি ল নিউজঃ একের অধিক দ্বিতীয় বিয়ে করলেই সমাজ তাকে নিয়ে কটূক্তি করা শুরু করে। তাই, সমাজ আর চক্ষু লজ্জার ভয়ে আমরা একের অধিক বিয়ে করতেই চাই না। তবে, পরিস্থিতির স্বীকার হয়ে বা নেহাত প্রয়োজনে পড়ে দ্বিতীয় কিংবা তৃতীয় বিয়ে করতে হয়। কিন্তু, আপনি যদি শুনেন, কোন ব্যক্তি ৬৬ বিয়ে করেছেন তবে, আপনার অনুভুতি কি হবে???
হ্যাঁ ভাই, এক ব্যক্তি তার জীবনে ইতিমধ্যে ৬৬ বার বিয়ে করেছেন এবং ৬৭ তম বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে, ভয় পাবেন না। কনে কিন্তু ৬৭ জন না। কনে একজনই।
এমনই এক অদ্ভুত কাণ্ড করতে যাচ্ছে ইংল্যান্ডের ম্যানচেস্টারে বসবাসকারী দম্পতি লিসা গ্যান্ট ও অ্যালেক্স পেলিং জুটি। শিগগিরই এই জুটিকে দেখা যাবে নিজেদের ৬৭তম বিয়ের আসরে।
এতোবার বিয়ে করার কারণ কী? মূলত তারা বিয়েটা করতে চাইছেন একটি পছন্দমতো স্থানে, পছন্দনীয় রীতিতে। কিন্তু কিছুতেই তা হয়ে উঠছে না। এই নিয়ে নীরিক্ষা করতে করতেই জীবন, সময় কেটে যাচ্ছে। উভয়েই যার যার কাজ থেকে অবসর নিয়েছেন পছন্দনীয় স্থানে, পছন্দনীয় রীতিতে বিয়ে করার জন্যে। যেদিন কোনো স্থান, কোনো রীতি তাদের সত্যিকার অর্থেই পছন্দ হবে, সেদিনই তারা এই মহান বিবাহ অভিযানে ক্ষান্ত দেবেন। এরপর পরিপূর্ণ মধুচন্দ্রিমার জন্যে কিন্তু শুরু হতে পারে আরও এক অভিযান!
এই বিচিত্র দম্পতি এ যাবত বিয়ে করেছেন ইংল্যান্ডে তো বটেই, সেইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, হাওয়াই, মেক্সিকো, হন্ডুরাস, আল সারভাদর, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, ফ্রান্স, রোমানিয়া, সুইজারল্যান্ড, পাকিস্তানসহ আরও নানান দেশে। ছবিতে ক্রমানুসারে কানাডা, ইকুয়েডর, গুয়েতেমালা, পাকিস্তান ও তুরস্কে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হতে দেখা যাচ্ছে। ভালো কথা। তাদের সর্বশেষ বিয়েটা হতে যাচ্ছে আগাসী ২৮ জানুয়ারি, নিউজিল্যান্ডে, দুজনে সকলের দোয়াপ্রার্থী।




Discussion about this post